• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাঁস হওয়া ছবিতে উঠে এলো ইরানের ‘ক্ষেপণাস্ত্র নগরী’

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১৭:৫৬
ইরান
মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্র নগরীতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, (ছবি : রেডিও ফার্দা)

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি কয়েকটি গোপন ছবি পোস্ট করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেটের ভাণ্ডার দেখাতেই এসব ছবি প্রকাশ করে তারা।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপের ইরানি শাখা রেডিও ফার্দা জানায়, মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্র নগরীতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ রয়েছে। হামলার জন্য এগুলো সবসময় প্রস্তুত রাখা হয়। মঙ্গলবার কয়েকটি ছবি পোস্ট করে এমন তথ্যই দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

এর আগে আরও তিনটি ক্ষেপণাস্ত্র নগরীর ছবি প্রকাশ করেছিল আইআরজিসি। এবারের ছবিও ওই তিন ভাণ্ডারের নাকি নতুন কোনোটির তা নিশ্চিত হওয়া যায়নি।

সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন ঘাঁটিতে হামলার সময় এখান থেকেই ক্ষেপণাস্ত্র নেওয়া হয়। এর মধ্যে ২টি ক্ষেপণাস্ত্র যান্ত্রিক ত্রুটির কারণে ইরানের সীমার মধ্যেই বিস্ফোরিত হয়েছিল।

আরও পড়ুন : ইরানি হামলায় ক্ষয়ক্ষতির তথ্য ফাঁস করলেন ডেনমার্কের সেনা

এ দিকে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, পাঁচ স্তরবিশিষ্ট কংক্রিটের নিরাপত্তা ব্যবস্থার ভেতর ইরানের এসব ক্ষেপণাস্ত্র নগরীর অবস্থান।

আইআরজিসির বিমান শাখার প্রধান আলি হাজিজাদেহ দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র নগরী দেশটির নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিভিন্ন পর্বতের ১ হাজার ৬৪০ ফুট নিচে এসব ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অবস্থান। গত ৬ বছরের চেষ্টায় এগুলো তৈরি করেছে আইআরজিসি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড