• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে ত্রুটিপূর্ণ বিমানের জ্বালানি পড়ল স্কুলে (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১৫:৪৪
যুক্তরাষ্ট্রে ত্রুটিপূর্ণ বিমানের জ্বালানি পড়ল স্কুলে
বিমান থেকে মাটিতে পড়ছে জ্বালানি (ছবি : সিএনবিসি)

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় লস অ্যাঞ্জেলস শহরের বিমানবন্দর সংলগ্ন একটি স্কুলে উড়ন্ত বিমান থেকে জ্বালানি পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।

লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালের ঘটনায় আহতদের মধ্যে বিদ্যালয়টির শিক্ষার্থী ছাড়া প্রাপ্তবয়স্ক ব্যক্তিও রয়েছেন। যদিও আহতদের সকলেই শঙ্কামুক্ত এবং কাউকেই হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি।

বিমান কর্তৃপক্ষের দাবি, ‘ডেল্টা ফ্লাইট-৮৯’ নামে বিমানটি লস অ্যাঞ্জেলস থেকে সাংহাই যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটির জ্বালানি পার্শ্ববর্তী পার্ক এভিনিউ এলেমেন্টারি বিদ্যালয়ের মাঠে পড়ে। যদিও এর পরপরই বিমানটিকে পুনরায় বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

আহত ব্যক্তিরা জানান, বিমানটির জ্বালানি গায়ে লাগার পর অনেকেরই চুলকানি হচ্ছিল এবং তাদের শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।

আরও পড়ুন : হাফতার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ত্রিপোলি

বিমানবন্দর পুলিশের একজন কর্মকর্তা জানান, বিমানটির যান্ত্রিক ত্রুটি ও তেল পড়ার ঘটনার তদন্তকাজ শুরু হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড