• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সিরিয়ার

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১২:৪৭
ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র হামলা (ছবি : মিডল ইস্ট মনিটর)

ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতির ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে ‘মিডল ইস্ট মনিটর’।

এ বিষয়ে বুধবার (১৫ জানুয়ারি) সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে ইসরায়েলের পক্ষ থেকে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে তা সফল হয়নি।

পাশাপাশি ইসরায়েলের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি জানিয়েছে সিরিয়ার সেনারা।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, আল-তান্‌ফ এলাকা দিয়ে ঢুকে ইসরায়েলি বিমান টি-ফোর বিমানঘাঁটিতে আগ্রাসন চালায়। তবে সিরিয়ার সেনারা সফলতার সঙ্গে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। এই আগ্রাসনে কিছু সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন- মধ্যপ্রাচ্যে সেনা বাড়াতে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন ডলার দিয়েছে সৌদি

প্রসঙ্গত, গত কয়েক বছরে ইসরায়েলি সেনারা সিরিয়ায় বহুবার আগ্রাসন চালিয়েছে। এ ক্ষেত্রে ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য সন্ত্রাস নির্মূল করা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড