• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাফতার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ত্রিপোলি

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১২:২০
ক্ষেপণাস্ত্র হামলা
ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর নেতা খলিফা হাফতারের অনুগত সেনারা। দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের সামরিক মুখপাত্র মুহাম্মাদ কুনুনু বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে মুহাম্মাদ কুনুনু জানিয়েছেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে অঞ্চলটির সালাহ আল দ্বীন ও রামলা এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে সেখানে হাফতার বাহিনীর ভাড়াটে সেনাদের মোতায়েন করা হয়েছে। এমনকি রাজধানীর আকাশে উড্ডয়ন করছে বিদ্রোহীদের প্রধান পৃষ্ঠপোষক সংযুক্ত আরব আমিরাতের ড্রোন।

ত্রিপোলি সরকারের এই মুখপাত্র আরও বলেন, হাফতার বাহিনীকে জবাব দিতে আমাদের সরকারি বাহিনী যথেষ্ট শক্তিশালী। তাই সংঘর্ষের সময় বেসামরিক লোকজনকে অঞ্চলটি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আরও পড়ুন : একটি নয়, দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিমানটিতে (ভিডিও)

উল্লেখ্য, গত নয় মাস যাবত লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হাফতার বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সম্প্রতি রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় জাতিসংঘ সমর্থিত সরকার একটি অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। যদিও মঙ্গলবার সেই চুক্তিতে স্বাক্ষর না করেই মস্কো ত্যাগ করেন খলিফা হাফতার।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড