• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিমান ধ্বংসের ঘটনায় কয়েকজন ইরানি গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ১৬:২৯
ইউক্রেন-ইরান
বিধ্বস্ত হওয়া ইউক্রেনের বিমানের ধ্বংসাবশেষ, (ছবি : দ্য মস্কো টাইমস)

ইউক্রেনের পরিবহন বিমান ধ্বংসের ঘটনায় কয়েকজন ইরানিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানায় ইরানের বিচার বিভাগ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউক্রেনের বিমান ধ্বংসের ঘটনায় সম্প্রতি বিশেষ আদালত গঠনের ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তার ওই ঘোষণার পর পরই গ্রেপ্তারের খবর এলো।

এ সম্পর্কে দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি বলেন, বিমান ধ্বংস নিয়ে বড় আকারের তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন। অবশ্য ঠিক কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি তিনি। এমনকি কারও পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ৮ জানুয়ারি (বুধবার) ভোররাতে সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এর কয়েক ঘণ্টা পরই ইরানের আকাশে ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়।

আরও পড়ুন : সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর ঘাঁটিতে বিমান হামলা

শুরুতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও পরে সেটি স্বীকার করে নেয় ইরান। এরই মধ্যে দেশটি দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে বলেছে, নিজেদের ভুলের কারণে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড