• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুক্তি স্বাক্ষর ছাড়াই মস্কো ছাড়লেন খলিফা হাফতার

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ১৫:৩৮
খলিফা হাফতার
লিবিয়ার বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতার (ছবি : ফ্লিপ বোর্ড)

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর না করেই রাশিয়া ছেড়েছেন লিবিয়ার বিদ্রোহী সামরিক কমান্ডার খলিফা হাফতার। সোমবার (১৩ জানুয়ারি) জাতিসংঘ সমর্থিত লিবিয়ান সরকার খসড়া চুক্তিটিতে স্বাক্ষর করলেও পরদিন সকাল পর্যন্ত সময় চায় হাফতার বাহিনী। যদিও এর আগেই মস্কো ত্যাগ করেন বাহিনীর এই প্রধান।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, সম্প্রতি তুরস্কের ইস্তানবুল শহরে লিবিয়া ইস্যুতে প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরপরই তারা লিবিয়ার সব পক্ষকে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানান।

পরবর্তীকালে ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকার এই আহ্বানকে স্বাগত জানায়। যার ধারাবাহিকতায় হাফতার বাহিনীও সেই আহ্বান মেনে রাশিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আলোচনায় বসে। সেখানে তারা একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে আলোচনা করেন।

এ দিকে গত সোমবারের আলোচনা শেষে চুক্তি স্বাক্ষর ইস্যুতে উভয় পক্ষের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : ব্রিটিশ রাষ্ট্রদূতকে হুঁশিয়ার করল ইরান

অপর দিকে আরবভিত্তিক গণমাধ্যম ‘আল-আরাবিয়া’ টেলিভিশন নেটওয়ার্ক জানায়, খসড়া চুক্তিতে স্বাক্ষরের জন্য হাফতারের নেতৃত্বাধীন ন্যাশনাল আর্মির অনেক দাবিই এখনো পূরণ হয়নি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড