• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেরুজালেমে ইহুদি ধর্মযাজক আটক, অর্ধশতাধিক নারী-শিশু উদ্ধার

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ১২:৪৬
ইহুদি ধর্মযাজক আটক
উপাসনা করছেন ইহুদি ধর্মযাজকরা (ছবি : দ্য ন্যাশনাল)

ইসরায়েলের দখলকৃত জেরুজালেম শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে এক ইহুদি রাব্বীকে (ধর্মযাজক) আটক করেছে পুলিশ। পরে সেখান থেকে অর্ধশতাধিক নারী ও শিশুকে উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি সেই বাড়িতে এদের দাসী বানিয়ে রাখতেন।

পুলিশের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, নারীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হতো এবং তাদের নানাভাবে অত্যাচারও করা হতো। যদিও ষাটোর্ধ্ব ওই রাব্বী কোনো ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের কথা জানিয়ে ইসরায়েলি পুলিশের বিবৃতিতে জানায়, মধ্য জেরুজালেম শহরের সেই বাসাবাড়িতে পাঁচ বছর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী ও শিশুকে আটকে রাখা হয়েছে। এমনকি তাদের সেখানে দাসীর মতো খাটানো হয়।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেছেন, আমরা এতটুকু জানতে পেরেছি, তিনি নারীদের ইচ্ছার বিরুদ্ধে বদ্ধ ঘরে আটকে রেখেছিলেন। গত কয়েক মাস যাবত তাদের সেখানে আটকে রাখা হয়।

আরও পড়ুন : ইরান বিশ্বের সঙ্গে প্রতারণা করছে : নেতানিয়াহু

উল্লেখ্য, ইহুদি ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগটি পাওয়ার পর টানা দুই মাস গোপনে তদন্ত চালায় ইসরায়েলি গোয়েন্দারা।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড