• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের সড়কে হঠাৎ সৃষ্ট গর্তে বাস পড়ে নিহত ৬

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ জানুয়ারি ২০২০, ১২:০৭
দুর্ঘটনাগ্রস্ত বাস
দুর্ঘটনাগ্রস্ত বাস (ছবি : বিবিসি নিউজ)

চীনের জিনগাই প্রদেশের এক ব্যস্ত সড়কে হঠাৎ সৃষ্টি হওয়া গর্তে যাত্রীবাহী বাস পরে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১০ জন। তাছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৬ যাত্রী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে প্রদেশটির রাজধানী জিনিংয়ের সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কে হঠাৎ বড় ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করছেন। আর একটি বাস সেই খাদে পড়ে অর্ধেক নিমজ্জিত অবস্থায় রয়েছে।

স্থানীয় একটি হাসপাতালের সামনে ঘটা সেই দুর্ঘটনায় গর্তের মধ্যে বিস্ফোরণ হতে দেখা যায়। দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে শিশুও রয়েছে বলে দাবি উদ্ধার কর্মকর্তাদের। তাছাড়া ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন : ১০ সেকেন্ডের ভুলেই বিমানটি বিধ্বস্ত

উল্লেখ্য, সড়কের মধ্যে হঠাৎ গর্ত সৃষ্টি হওয়ার ঘটনা চীনে নতুন নয়। দ্রুত উন্নয়ন কাজ করতে গিয়ে নির্মাণজনিত জটিলতার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে বলে প্রকৌশলীদের দোষারোপ করছেন সংশ্লিষ্টরা।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড