• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পারভেজ মুশাররফের মৃত্যুদণ্ড বাতিল

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ২০:১৯
পাকিস্তান
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ, (ছবি : বিবিসি)

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মৃত্যুদণ্ড বাতিল করেছে লাহোর হাই কোর্ট। সোমবার নতুন এই সিদ্ধান্ত জানায় পাকিস্তানের এই আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পারভেজ মুশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিলের পাশাপাশি আগের রায়কে অসাংবিধানিক বলে উল্লেখ করেছে লাহোর হাইকোর্ট। একই সঙ্গে আগের আইনি প্রক্রিয়াকেও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে পারভেজ মুশাররফকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বিশেষ আদালত। মুশাররফ ওই আদেশ চ্যালেঞ্জ করেন। অবশেষে চ্যালেঞ্জে জয় পেলেন তিনি।

আরও পড়ুন : আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

অভিযোগ ছিল, ১৯৯৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন পারভেজ মুশাররফ। তিনি প্রেসিডেন্ট ছিলেন ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় বিশেষ আদালত। এটি নিয়ে তখন তীব্র সমালোচনা শুরু হয়। অবশেষে তার মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করা হলো।

প্রসঙ্গত, ২০০৭ সালে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করেন পারভেজ মুশাররফ। এরপর থেকেই দেশটির জনগণ তীব্র আন্দোলন শুরু করে। প্রচণ্ড বিক্ষোভের মুখে অভিশংসনের ভয়ে পদত্যাগ করেন তিনি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড