• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যপ্রাচ্যে সংঘাত বিপর্যয় বয়ে আনবে : পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ১২:০১
মধ্যপ্রাচ্যে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ছবি : ইউরো নিউজ)

মধ্যপ্রাচ্যে সংঘাত বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রত্যাশা করে তিনি বলেন, যদিও শেষ পর্যন্ত অঞ্চলটিতে বড় ধরনের কোনো সামরিক সংঘাত ঘটবে না।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ জানায়, শনিবার (১১ জানুয়ারি) রাজধানী মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা ও প্রত্যাশার কথা জানান।

পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে অনাকাঙ্ক্ষিত কোনো যুদ্ধ শুরু হলে বিপুল সংখ্যক লোক শুধু যে নিজেদের দেশ ছেড়ে ইউরোপের দিকে পাড়ি জমাবে তাই নয় বরং লোকজন অন্য অঞ্চলেও পালিয়ে যাবে।

উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরমাণু সমঝোতা রক্ষা ও তা বাস্তবায়নের ওপর জোর দেন নেতারা।

যৌথ সংবাদ সম্মেলনে পুতিন-মার্কেল সিরিয়ার সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানের তাগিদ দেন। পুতিন বলেছিলেন, অঞ্চলটি পুনর্গঠনে যাবতীয় প্রচেষ্টায় আন্তর্জাতিক অঙ্গনের দায়িত্বশীল সকলের অংশগ্রহণ প্রয়োজন। এসব প্রচেষ্টা কেবল আসাদ সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে চালাতে হবে।

আরও পড়ুন :- মার্কিন সেনা অবস্থানে ফের ক্ষেপণাস্ত্র হামলা (ভিডিও)

এ সময় তিনি আন্তর্জাতিক অঙ্গন থেকে সিরিয়ার প্রতিটি অঞ্চলকে পূর্বশর্ত ছাড়াই সহায়তা প্রদানের ওপর জোর দেন।

সূত্র : ‘পার্স টুডে’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড