• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে বিমান বিধ্বস্তে নিহত ২

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ০৯:২৮
বিমান বিধ্বস্ত
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ (ছবি : দ্য ডন)

পাকিস্তানে একটি বিমান বিধ্বস্তে পাইলটসহ অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘দ্য ডন’ জানায়, নিহতদের পরিচয় এরই মধ্যে শনাক্ত করা গেছে। তারা হলেন- বিমানটির পাইলট শোয়েব মালিক ও কেন্দ্রীয় খাদ্য শস্য বিভাগের ইঞ্জিনিয়ার ফাওয়াদ বাট।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র হাসান ইকবাল জানান, সাদিকাবাদ এলাকায় তারা বিমান থেকে কীটনাশক ছিটানোর কাজ করছিলেন। ছোট সেই বিমানটিতে পাইলট ও সরকারের খাদ্য রক্ষা বিভাগের একজন ইঞ্জিনিয়ার ছিলেন।

তিনি আরও বলেন, হঠাৎ করেই তখন একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে গিয়ে বিমানে থাকা দুইজনের মরদেহ উদ্ধার করেন। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

আরও পড়ুন :- অল্পের জন্য রক্ষা পেল রুশ-মার্কিন রণতরী (ভিডিও)

উল্লেখ্য, গত কয়েক মাস যাবত অঞ্চলটির খাদ্য শস্যগুলোতে পোকার আক্রমণ বৃদ্ধি পেয়েছে। আর সে কারণেই বিমান থেকে কীটনাশক ছিটানোর কাজ শুরু করে সরকার।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড