• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেরুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১২:০৬
সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনায় বিধ্বস্ত গাড়ি (ছবি : রয়টার্স)

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী বাস ও মিনিভ্যানের মধ্যে সংঘর্ষে দুই জার্মান নাগরিকসহ অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৪২ জন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (৬ জানুয়ারি) সকালে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনিভ্যানকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। অঞ্চলটির লিমা প্রদেশ থেকে বাসটি অ্যারেকুইপার দিকে যাচ্ছিল।

উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত নারী ও শিশুসহ মোট ১৬টি মরদেহ পেয়েছি। তাছাড়া বাকি আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের চার নাগরিক রয়েছেন।

দেশটির পরিবহণ তদারকি সংস্থা জানায়, ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে চলার কথা থাকলেও দুর্ঘটনার সময় বাসটির গতি ছিল ১০৬ কিলোমিটার। মূলত অতিরিক্ত গতির কারণেই বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মিনিভ্যানকে ধাক্কা দেয়।

আরও পড়ুন :- ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬৬

উল্লেখ্য, দুর্বল সড়ক ব্যবস্থাপনা ও অতিরিক্ত গতিতে যানবাহন চালানোর কারণে পেরুতে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড