• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের সঙ্গে ৪৬ বছর আগের চুক্তিতে ফেঁসে গেছেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১১:১০
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সংগৃহীত)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৫২টি স্থাপনায় হামলার হুমকি দিয়ে এবার বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন দিয়ে হত্যার পর উত্তেজিত ইরানকে ফের পাল্টা হামলার হুমকি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, বিশ্বের কোথাও যদি ইরান আমাদের কোনো নাগরিক বা সম্পত্তিতে আঘাত হানে এর জবাবে তাদের ৫২টি প্রধান স্থাপনায় হামলা চালানো হবে।

যদিও সেই হুমকির পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। কেননা ইরানের ওইসব কালচারাল সাইটকে যুদ্ধের সময়ও রক্ষা করতে হবে বলে ৪৬ বছর আগে তাদের মধ্যে চুক্তি হয়েছিল।

বিশ্লেষকদের মতে, যে কোনো ইস্যুতে ইরানের ঐসব অঞ্চলে হামলা চালানো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

সোমবার (৬ জানুয়ারি) জাতিসংঘের কালচারাল সংস্থার ডিরেক্টর জেনারেল অড্রে অজৌলে বলেছেন, তেহরান ও ওয়াশিংটন উভয়ই ১৯৭২ সালে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেন। যেখানে বলা ছিল, যুদ্ধকালীন সময়ে ওইসব সাইটে কখনো হামলা চালানো যাবে না।

এ দিকে মার্কিন ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওমর ও ক্রিস মারফির মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকি যুদ্ধের ন্যায় অপরাধ। তাছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভিদ জারিফ পর্যন্ত প্রায় একই মন্তব্য করেছেন।

অপর দিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিক রাব বলেছিলেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে সব সময় বিশ্বের কালচারাল সাইটগুলোকে রক্ষা করা হয়। ব্রিটেন বিষয়টিকে শুরু থেকেই সম্মান করে আসছে।

আরও পড়ুন :- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের শরণাপন্ন ইরাক

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড