• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাক-ভারতে পরমাণু কেন্দ্রের পর বন্দিদের তালিকা বিনিময়

  আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি ২০২০, ১০:৫১
কারাগারে বন্দি পাকিস্তানি
ভারতের কারাগারে বন্দি পাকিস্তানি নাগরিক (ছবি : ইন্ডিয়া টুডে)

চরম উত্তেজনার মধ্যেও গত তিন দশক যাবত চলে আসা প্রথা মেনেই পরস্পরকে পারমাণবিক কেন্দ্রের পর কারাবন্দিদের তালিকা তুলে দিল ভারত ও পাকিস্তান। বুধবার (১ জানুয়ারি) সকালে দুদেশের প্রতিনিধিদের মধ্যে কার্যক্রমটি সম্পন্ন হয়।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিকে তালিকাটি দেয় পাকিস্তান। পরে বেলা সাড়ে ১১টায় নাগাদ নয়া দিল্লিতেও পাক হাই কমিশনের প্রতিনিধির কাছে নিজেদের তালিকা তুলে দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পরমাণু কেন্দ্রের পাশাপাশি কারাবন্দিদের তালিকাও বিনিময় হয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, দুদেশের মৎস্যজীবী থেকে শুরু করে নিখোঁজ সামরিক কর্মকর্তাদের তালিকা আদানপ্রদান হয়।

নয়াদিল্লির পক্ষ থেকে এবার পাকিস্তানকে মোট ২৬৭ জন সাধারণ পাকিস্তানি নাগরিক ও ৯৯ জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছে। তাছাড়া পাকিস্তান মোট ৫৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ২২৭ জন মৎস্যজীবীর তালিকা দিয়েছে।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর দুদেশের মধ্যে পারমাণবিক হামলা নিষেধ চুক্তি (এগ্রিমেন্ট অন দ্য প্রহিবিশন অব অ্যাটাক এগেনেস্ট নিউক্লিয়ার ইন্সটলেশন) স্বাক্ষর হয়। সেই চুক্তি মোতাবেক, প্রতি বছরের ১ জানুয়ারি দুই দেশ নিজেদের পারমাণবিক কেন্দ্রের তালিকা অপর দেশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন :- পাকিস্তান যাচ্ছেন এরদোগান, বাড়ছে দিল্লি-আঙ্কারার দূরত্ব

১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে এই প্রথা মানা হচ্ছে। শত প্রতিকূলতার মধ্যেও প্রক্রিয়াটি এখনো বিদ্যমান রয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড