• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ট্রেলিয়ায় দাবানলের পেটে দুই শতাধিক বাড়ি

  আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি ২০২০, ১০:২৫
অস্ট্রেলিয়ায় দাবানল
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার শহরাঞ্চল (ছবি : বিবিসি নিউজ)

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার উপকূলের দিকে ধেয়ে আসছে দাবানল। ভয়াবহ এই দুর্যোগ থেকে বাঁচতে সাগরের দিকে ছুটছে হাজারো মানুষ। দাবানলে তাণ্ডবে এরই মধ্যে দুই শতাধিক বাড়ি পুড়ে গেছে। যার মধ্যে পূর্ব গিপসল্যান্ডে কমপক্ষে ৪৩টি বাড়ি ধ্বংস হয়েছে। তাছাড়া নিউ সাউথ ওয়েলসে আরও অনেক বাড়ি ছাই হয়ে গেছে।

ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশটির দাবানল পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দারা এটিকে ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেন।

দাবানলের কারণে ভিক্টোরিয়া উপকূল রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। উদ্ধারকাজে সহায়তার উদ্দেশ্যে ইতোমধ্যে সেখানে সামরিক বিমান ও জাহাজ পাঠাচ্ছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানান, নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্যে আরও দুজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দাবানলের কারণে মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। তাছাড়া ভিক্টোরিয়ায় ৪ জন ও নিউ সাউথ ওয়ালশে ১ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন :- আফগানিস্তানে বায়ুদূষণে ১৭ জনের মৃত্যু

সর্বশেষ নিহত ২ জন বাবা-ছেলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার নিউ সাউথ ওয়ালশের করবারগো শহরে দাবানল ভয়ঙ্কররূপে ছড়িয়ে পড়ে। তখনই তারা নিহত হন বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড