• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাবানলের বছর ২০১৯

  কে এইচ আর রাব্বী

২৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৪০
দাবানল
দাবানলে পুড়ছে অ্যামাজনের বনাঞ্চল (ছবি : সম্পাদিত)

বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী হয়ে বিদায় নিচ্ছে ২০১৯ সাল। বছর জুড়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল আক্রান্ত হয়েছে দাবানলে। কখনো প্রচণ্ড গরমে জ্বলেছে আগুন, কখনো বা আবার অভিযোগ উঠছে নাশকতার। তবে কারণ যা-ই হোক, ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য, ঘটেছে ব্যাপক প্রাণহানিও।

দাউ দাউ করে জ্বলেছে পৃথিবীর ফুসফুস খ্যাত ব্রাজিলের অ্যামাজন মহাবন। এমনকি নজিরবিহীনভাবে এখনো জ্বলছে অস্ট্রেলিয়া। সিডনির পাশাপাশি নিউ সাউথ ওয়েলসে চলছে জরুরি অবস্থা। তাছাড়া দক্ষিণ আমেরিকার আরেক দেশ চিলির বিস্তীর্ণ বনাঞ্চলও এরই মধ্যে পুড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতের মুম্বাই শহরের নেরুলের চিরহরিৎ বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছিল আগুন। যদিও পরবর্তীকালে তা নিয়ন্ত্রণে আনা হয়।

দেখে নিন ২০১৯ সালে পৃথিবীর বুকে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু দাবানলের চিত্র :-

দাবানলের বছর ২০১৯

দাবানলে পুড়ছে অ্যামাজনের বনাঞ্চল (ছবি : সম্পাদিত)

দাবানলে পুড়ে ছাই পৃথিবীর ফুসফুস অ্যামাজন : টানা কয়েক সপ্তাহ যাবত আগুনে পুড়েছে পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজন মহাবন। গ্রহের প্রায় ২০ শতাংশ অক্সিজেন একাই উৎপাদনে সক্ষম এ বন।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ’ উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানায়, চলতি বছর গোটা ব্রাজিলে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৫ শতাংশ বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার মধ্যে অধিকাংশই ঘটেছে অ্যামাজন অঞ্চলে। মূলত ফসল ফলানোর জন্য কৃষক শ্রেণির লোকজনই বনটি সাফ করতে নেমেছে বলে অভিযোগ রয়েছে।

দাবানলের বছর ২০১৯

দাবানলে পুড়ছে অ্যামাজনের জীববৈচিত্র্য (ছবি : সম্পাদিত)

হুমকির মুখে জীববৈচিত্র্য : এ বছর ব্রাজিলের কেবল অ্যামাজনেই নয়, বরং দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরাডো তৃণভূমিতেও ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্বের সবচেয়ে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলটি বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকাতেও রয়েছে। তৃণভূমিটির প্রায় অর্ধেকের বেশি সবুজ অঞ্চল এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে।

দাবানলের বছর ২০১৯

দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়ার উপদ্বীপ (ছবি : সম্পাদিত)

ইন্দোনেশিয়ার উপদ্বীপে দাবানল : দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও উপদ্বীপের প্রায় ৪০ হাজার হেক্টরেরও অধিক অঞ্চলজুড়ে প্রায় মাসখানেক যাবত আগুন জ্বলেছে। অস্তিত্বের হুমকিতে থাকা অনেক ওরাংওটাং এরই মধ্যে এসব দাবানলে প্রাণ হারিয়েছে।

বনমানুষদের এই প্রজাতির যেসব প্রাণী এখনো বেঁচে আছে, তারাও হারিয়েছে পর্যাপ্ত বাসস্থান। এসব এলাকায় মাটির অনেক নিচে গাছের শক্ত শেকড় থাকায় আগুন নেভানো বেশ কঠিন হয়ে পড়ে।

গবেষকদের মতে, ভয়াবহ এই আগুনের প্রভাবে পরিবেশে প্রায় ৭০ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড যুক্ত হয়েছে।

দাবানলের বছর ২০১৯

দাবানলে পুড়ছে ক্রান্তীয় জলাভূমি (ছবি : সম্পাদিত)

ক্রান্তীয় জলাভূমি পুড়ে ছাই : বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় জলাভূমি খ্যাত প্যান্টানালও চলতি বছর দাবানলের শিকার হয়েছে। প্যান্টানাল জলাভূমির অধিকাংশ এলাকাই ব্রাজিলে অবস্থিত। যদিও বলিভিয়া এবং প্যারাগুয়েতেও রয়েছে এর কিছু অংশ। ২০১৯ সালে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনা অতীতের সব রেকর্ডকে ছাপিয়েছে। কেননা প্রায় আট হাজারের বেশি দাবানলের খবর মিলেছে এই এলাকায়।

এমনকি বলিভিয়াতেই ধ্বংস হয়েছে প্রায় ১২ লাখ হেক্টরের অধিক বনাঞ্চল। ঘটনাটিকে দেশটির ইতিহাসের বৃহত্তম জীব-বিপর্যয় বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা।

দাবানলের বছর ২০১৯

বুশফায়ারে পুড়ছে ক্যালিফোর্নিয়া (ছবি : সম্পাদিত)

ক্যালিফোর্নিয়ায় বুশফায়ার : চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যজুড়ে ব্যাপক মাত্রায় ছড়িয়েছে বুশফায়ার। প্রচণ্ড গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণেই দ্রুত ছড়িয়ে পড়ে এই আগুন। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা ভয়াবহ এক অগ্নিকুণ্ডে পরিণত হয়। ধ্বংস হয় ঘরবাড়িসহ আশপাশের বনাঞ্চল। আগুনে তিনজনের প্রাণহানি ছাড়াও প্রায় কয়েক হাজার লোক নিজেদের বাসস্থান ছাড়তে বাধ্য হন।

দাবানলের বছর ২০১৯

দাবানলে পুড়ছে আর্কটিক (ছবি : সম্পাদিত)

সুমেরু অঞ্চল আর্কটিকে আগুন : পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম সুমেরু অঞ্চল আর্কটিক। বরফে আচ্ছাদিত এই অঞ্চলটির সার্কেলেও এ বছর ব্যাপক মাত্রায় অগ্নিকাণ্ড ঘটেছে। সাইবেরিয়াতে প্রায় তিন মাসের বেশি সময় যাবত চলা দাবানলের প্রভাবে ৪০ লাখ হেক্টরের বনভূমি পুড়ে গেছে।

আগুন নেভাতে রাশিয়াকে সেনা মোতায়েন পর্যন্ত করতে হয়। তাছাড়া আলাস্কাতে প্রায় চার শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাবানল ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কানাডা ও গ্রিনল্যান্ডেও।

দাবানলের বছর ২০১৯

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল (ছবি : সম্পাদিত)

অস্ট্রেলিয়ায় হাজারো কোয়ালারের মৃত্যু : পৃথিবীর সবথেকে আকর্ষণীয় পোষা প্রাণী হিসেবে পরিচিত কোয়ালা বিয়ার। এ বছর অস্ট্রেলিয়ায় নজিরবিহীন দাবানলের কারণে হাজার হাজার কোয়ালার মৃত্যু হয়। অতিরিক্ত খরা, শুকনো তাপমাত্রা ও শুষ্ক বাতাসের প্রভাবে দেশটির প্রায় ১০ লাখ হেক্টরের অধিক অঞ্চল আগুনে পুড়েছে। এতে চারজন লোকের পাশাপাশি প্রাণহানি ঘটে অন্তত এক হাজারের অধিক কোয়ালার।

বিজ্ঞানীদের মতে, কোয়ালা বিয়ার হচ্ছে বিলুপ্তির ঝুঁকিতে থাকা অন্যতম এক প্রজাতির প্রাণী। চলতি বছর এমন ঝুঁকিতে থাকা প্রাণীগুলোই কেবল দাবানলের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র : ‘রয়টার্স’ ‘বিবিসি নিউজ’ ‘ডয়েচে ভেলে’ ‘সিএনএন’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড