• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়ার স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৮

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৩০
হামলায় বিধ্বস্ত স্কুল
হামলায় বিধ্বস্ত স্কুলের ধ্বংসাবশেষ (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত আটজনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও বেশকিছু লোক।

যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা ও অ্যাক্টিভিস্টের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে প্রেসিডেন্ট আসাদ বাহিনী ও তাদের মিত্র সেনারা হামলাটি চালায়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রটির বিদ্রোহী নিয়ন্ত্রিত শেষ প্রদেশ ইদলিবের দক্ষিণাঞ্চলীয় সারাকেব শহরের পার্শ্ববর্তী গ্রাম জোবাসকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়।

বিরোধী অ্যাক্টিভিস্টরা বলছেন, সরকারি বাহিনী ইদলিবের দক্ষিণ অংশের প্রায় ৪০টির অধিক গ্রামের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে। জাতিসংঘের পাঠানো তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে ব্যাপক বোমা হামলা শুরু হওয়ার পর ইদলিবের অন্তত ৬০ হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে দেশের দক্ষিণাঞ্চলে চলে গেছেন। তাছাড়া আরও লক্ষাধিক লোক নিজেদের জীবন বাঁচাতে তুর্কি সীমান্তের দিকে অগ্রসর হচ্ছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তেইয়্যেপ এরদোগান বলেছেন, ইদলিবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেখানকার লক্ষাধিক লোক তুরস্কে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। যদিও শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে আমাদের কর্মীরা।

আরও পড়ুন :- বুরকিনা ফাসোর সেনাঘাঁটিতে বিদ্রোহী হামলায় নিহত শতাধিক

তিনি আরও জানান, তুরস্ক নতুন করে আর কোনো সিরীয় শরণার্থীকে আশ্রয় দিতে পারবে না।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড