• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে শক্তি বাড়াচ্ছে আইএস

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর ২০১৯, ১০:১৮
আইএস
ইরাকে প্রশিক্ষণরত আইএস সদস্যরা (ছবি : ইরনা)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকে ফের শক্তি বৃদ্ধি করছে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সোমবার (২৩ ডিসেম্বর) ‘বিবিসি নিউজের’ প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।

বিশ্লেষকদের মতে, প্রায় দুই বছর আগে ইরাকে অধিকৃত শেষ অঞ্চলটিও হাতছাড়া হয়েছিল আইএসের। সেই থেকেই তারা অঞ্চলগুলো পুনরুদ্ধারের চেষ্টা শুরু করে।

কুর্দিশ ও পশ্চিমা গোয়েন্দাদের বরাতে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, বাগদাদির মৃত্যুর পর আইএস জঙ্গিরা নতুন করে সংগঠিত হচ্ছে। এমনকি তারা ইরাকের বিভিন্ন অঞ্চলে বিধ্বংসী হামলার পরিকল্পনাও হাতে নিয়েছে।

কুর্দিদের সন্ত্রাসবিরোধী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, আইএসের জঙ্গিরা বর্তমানে আল-কায়েদার চেয়েও অধিক দক্ষ ও বিপজ্জনক। তারা আরও উন্নত প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করছে। এমনকি গোষ্ঠীটির অর্থভাণ্ডারও বেশ সমৃদ্ধ।

আরও পড়ুন :- ‘সবকটাকে মেরে ফেল’ বলেই পুলিশের গুলি (ভিডিও)

বর্তমানে তারা উন্নত গাড়ি, অস্ত্র, খাদ্য ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে সক্ষম। যদিও এ যাত্রায় তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করা কঠিন হলেও অসম্ভব নয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড