• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীর ইস্যুতে ইমরান-সালমানের নয়া কৌশল

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ০৯:২৪
যুবরাজ সালমান ও ইমরান খান
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : জিয়ো নিউজ)

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক তৎপরতা বৃদ্ধিকেই সমাধানের পথ হিসেবে দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। একই সঙ্গে তারা চলমান কাশ্মীর সংকট নিরসনে ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে সম্পৃক্ত করার কথাও জানান।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে বন্ধুপ্রতিম রাষ্ট্র দুটির নেতারা এসব কথা বলেন।

কর্তৃপক্ষের বরাতে পাক গণমাধ্যম ‘জিয়ো নিউজ উর্দু’ জানায়, একদিনের রাষ্ট্রীয় সফরে এরই মধ্যে সৌদি আরবে অবস্থান করছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যেখানে তিনি অধিকৃত জম্মু-কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন ও সহযোগিতা করায় রিয়াদ সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান।

এ দিন কাশ্মীর সংকট নিরসনে ওআইসিসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ভিন্নপন্থা অবলম্বনের ওপর মত দেন দুই নেতা। বৈঠকে ইমরান খান জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুবরাজ সালমানকে অবহিত করেন। এমনকি মুসলিম অধ্যুষিত উপত্যকাটিতে ভারতীয় হিন্দুত্ববাদী সরকারের সহিংস পদক্ষেপের কথাও জানানো হয়।

উল্লেখ্য, রাখাইনে রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে ওআইসির সহায়তায় মিয়ানমার সরকারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মামলা করেছে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া। ‘জেনেভা কনভেনশনের’ আওতাধীন গাম্বিয়ার করা মামলায় গত সপ্তাহে শুনানিও অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন :- পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন চায় বিজেপি

এর আগে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মামলা করার ঘোষণা দিয়েছিল পাকিস্তান। এবার সেই বিষয়টি নিয়েও নেতাদের মধ্যে আলোচনা হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড