• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তাল দিল্লি, বাসে আগুন

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৭
দিল্লি-ভারত
দিল্লিতে বাসে আগুন, ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাংশের পর এবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে পুড়ছে দেশটির রাজধানী দিল্লি। রবিবার দুপুরে সাউথ দিল্লিতে নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীরা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শিক্ষার্থীদের আন্দোলন দেখতে দেখতে বড় আকার ধারণ করে। তাদের সঙ্গে যোগ দেয় জনতাও। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। বিক্ষোভ থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে দিল্লি দক্ষিণ প্রশাসন। এছাড়া তাদের ওপর লাঠিচার্জের অভিযোগও উঠেছে।

আরেক ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা, করেছে ভাঙচুর। বিক্ষোভে যোগ দেয় জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া জামিয়া মিলিয়ার এক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসের ভেতরেই তাদের প্রতিবাদ সমাবেশ চলছিল। কিন্তু হঠাৎ তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করায় শিক্ষার্থীদের সঙ্গে ফুঁসে ওঠে জনতাও। দেখতে দেখতে প্রতিবাদ সমাবেশ পরিণত হয় বিশাল বিক্ষোভে।

শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে জামিয়া মিলিয়ার উপাধ্যক্ষ নাজমা আখতার তাদের শান্ত থাকতে বলেন। একই সঙ্গে বলেন, ক্যাম্পাসের বাইরে পা রাখলে তিনি কারোরই নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। ফলে শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ না দেখায়।

এ দিকে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভে আগেই গুলিবিদ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে আসামে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হলেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড