• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিবেশী-বন্ধুত্ব শব্দগুলো মুছতে চাইছেন অমিত শাহ : ওয়াইসি

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ১৬:০৪
অমিত শাহ ও আসাদুদ্দিন ওয়াইসি
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুসলিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

প্রতিবেশী ও বন্ধুত্ব শব্দগুলো মুছতে বসছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই দাবি করেছেন সর্বভারতীয় ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআই) নেতা আসাদুদ্দিন ওয়াইসি। রবিবার (১৫ ডিসেম্বর) এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহের নীতিকে চাণক্যের সঙ্গে তুলনা করে টুইটার পোস্টে ওয়াইসি বলেছেন, ‘স্বজনপ্রীতি করতে গিয়ে অমিত শাহ প্রতিবেশী ও বন্ধুত্বের মতো শব্দগুলোকেই সম্ভবত অভিধান থেকে মুছতে বসেছেন।’

তিনি আরও বলেন, ‘দেশকে রক্ষার নামে চাণক্যের ভেদনীতি অবলম্বন করছেন বিজেপি সভাপতি। এই নীতি পালনের জন্য কখন কার সঙ্গে বন্ধুত্ব রাখবেন আর কখন কাকে দূরে সরাবেন; সেটা একটি নোটবইয়ে লিখে রাখা প্রয়োজন।’

ভারতের প্রবীণ এই রাজনীতিবিদের মতে, ‘এমনটা না হলে এক সময় তিনি নিজেই বিষয়টি গুলিয়ে ফেলবেন। নয়া ভেদনীতি নিয়ে তিনি চাইলে একটি বইও লিখতে পারেন।’

এর আগে সোমবার (৯ ডিসেম্বর) ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটিতে প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিম অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন :- ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান পাকিস্তানের

এরপর বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। আর বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট। যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে বিতর্কিত এই বিলটিতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়।

সূত্র : ‘এনডিটিভি’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড