• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তান থেকে ৪ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৩
যুক্তরাষ্ট্র
মার্কিন সেনা (ছবি : সিএনএন)

আফগানিস্তানে মোতায়েন আরও চার হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আগামী কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বরাতে রবিবার (১৫ ডিসেম্বর) ‘এনবিসি’ টেলিভিশন চ্যানেল এ খবর প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান থেকে চার হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আফগানিস্তানে আর আট থেকে নয় হাজার মার্কিন সেনা থাকবে।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আফগান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমায় খালিলজাদ তালিবান নেতাদের সঙ্গে শান্তি চুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। এরপরই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানাল যুক্তরাষ্ট্র।

তবে ঠিক কবে থেকে সেনা প্রত্যাহার শুরু হবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানাননি মার্কিন সেনা কর্মকর্তারা।

এ দিকে আফগানিস্তানে মোতায়েন মার্কিনবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সেনা প্রত্যাহারের ব্যাপারে তারা কোনো নির্দেশ পাননি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড