• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্মেনিয় ‘গণহত্যা’

মার্কিন রাষ্ট্রদূতকে তুরস্কের জরুরি তলব

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৩
এরদোগান
তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবিসূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট)

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে তুর্কি অটোম্যানদের হাতে বিপুল সংখ্যক আর্মেনিয় হত্যার ঘটনাকে মার্কিন প্রতিনিধি পরিষদ ‘গণহত্যা’ বলে স্বীকৃতি দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপের দেশ তুরস্ক। যার অংশ হিসেবে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস করে। এর আগে চলতি বছরের অক্টোবর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদ থেকেও প্রস্তাবটি পাস হয়ে যায়। তখন প্রস্তাবের পক্ষে পড়ে ৪০৫ ভোট এবং বিপক্ষে যায় মাত্র ১১ ভোট।

এ দিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর একজন মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলবের পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সিনেটের ওই পদক্ষেপের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে। এতে দেশ দুটির মধ্যে যে বিভক্তি দেখা দিয়েছে আমরা সেটাই মার্কিন প্রশাসনকে দেখাতে চেয়েছি।’

অপর দিকে মার্কিন সিনেটে প্রস্তাবটি পাস হওয়ার পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এক টুইট বার্তায় বিষয়টিকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘যেহেতু আইনগতভাবে মার্কিন প্রশাসন এটি মানতে বাধ্য নয়, ফলে এর কোনো বৈধতাও নেই।’

ট্রাম্প প্রশাসনের প্রতি তির্যক মন্তব্য করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ইতিহাসকে কেবল রাজনৈতিক কারণে ব্যবহার করতে চায় তারা কাপুরুষ। কেননা তারা কখনোই সত্যকে মোকাবিলা করতে সাহস পায় না।’

আরও পড়ুন :- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য বিপদ হতে পেরে গর্বিত : হিজবুল্লাহ

উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে তুর্কি অটোম্যানদের হাতে অন্তত ১৫ লক্ষাধিক আর্মেনিয়র মৃত্যু হয়। দীর্ঘদিন যাবত পশ্চিমা অনেক গবেষক ঘটনাকে ‘গণহত্যা’ বলে অবহিত করলেও অধিকাংশ ইতিহাসবিদেরই এতে আপত্তি রয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড