• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হিথ্রো বিমানবন্দরে ৫০টি কুমিরছানা জব্দ

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০১৮, ১২:৩৪

বন্যপ্রাণী পরিবহনের নীতিমালা লঙ্ঘন করায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ৫০টি কুমিরছানা জব্দ করেছে। হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়া থেকে আনা জীবন্ত কুমিরছানা গুলোক ক্যামব্রিজশায়ারের একটি খামারের জন্য ব্রিটেনে নিয়ে আসা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আরও জানাযায়, এক বছর বয়সী এই কুমিরছানাগুলোকে একদম গাদাগাদি করে আনার কারণে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ে। সেসময়ে তারা আরও জানায়, ছোট পাঁচটি বাক্স করে কুমিরগুলোকে নিয়ে আসা হয়েছে। জায়গা কম থাকার কারণে সেগুলো বক্সের ভেতরেই লড়াই করছিল। যার ফলে, একটি কুমিরছানা সেখানে মারাও যায়।

অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার্ড স্পিসিস(এসআইটিইএস) নামের একটি সংগঠনের কাছে এই কুমিরছানা গুলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সেই বিমানবন্দর কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড