• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের নাগরিকত্ব আইন ‘মুসলিমবিরোধী’: জাতিসংঘ

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৯, ২১:০৪
জাতিসংঘ
জাতিসংঘের লোগো (ছবি : সংগৃহীত)

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে ‘মুসলিমবিরোধী’ বলে অ্যাখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। খবর ‘রয়টার্স’।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন মূলগতভাবে বৈষম্যমূলক। কারণ এতে মুসলমানদের বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ভারতের নতুন নাগরিকত্ব (সংশোধনী) আইন মূলগতভাবে বৈষম্যমূলক হওয়ায় আমরা উদ্বিগ্ন। আমরা ধারণা করছি, নতুন এই আইনটি ভারতের সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবেন। আশা করি, আইনটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবেন তারা।

গত সোমবার (০৯ ডিসেম্বর) ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বুধবার (১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় আইনটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। আর বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড