• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ২০:৪০
ইরাক-যুক্তরাষ্ট্র
ছবি : প্রতীকী

ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই ঘাঁটিতে ইরাকি সেনাদের পাশাপাশি মার্কিন সেনারাও থাকে। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কারা এই হামলা চালিয়েছে সেটিও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, বুধবার রাতে বাগদাদের কাছে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এ সময় দুটি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অক্টোবর থেকে এ পর্যন্ত মার্কিন সেনাদের লক্ষ্য করে ১০টি রকেট হামলা চালানো হয়েছে। এতে বেশ উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার। একই সঙ্গে তারা এই হামলার জন্য ইরানকে দায়ী করছে।

এর আগে সোমবার একই ঘাঁটিতে হামলা চালানো হয়। তখন রকেট হামলার যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত ৬ জন ইরাকি এলিট সেনা আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরাকের নিরাপত্তা সূত্র বলছে, এসব রকেট হামলার মধ্যে অন্তত একটি হামলার সঙ্গে হিজবুল্লাহর যোগসূত্র পাওয়া গেছে। হিজবুল্লাহর সঙ্গে তেহরানের সম্পর্ক ঘনিষ্ঠ। ফলে তেহরানই এ হামলার পেছনে সমর্থন দিয়েছে বলে দাবি করছে মার্কিন প্রশাসন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড