• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে আবারো কিশোরীকে ধর্ষণের পর হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০১৮, ১২:১৫

ভারতে ধর্ষণের অভিযোগে পঞ্চায়েত ‘শাস্তি’ দেয়ায় ধর্ষিত ১৪ বছরের কিশোরীটিকে বেঁধে আগুনে পুড়িয়ে মেরে ফেলে ধর্ষক। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের নকশাল বাহিনী অধ্যুষিত ছত্র জেলায় বর্বরোচিত এই ঘটনাটি ঘটেছে । ভারতীয় সংবাদমাধ্যমে এ খবরটি আসার পর পুরো দেশজুড়ে আলোচনার ঝড় শুরু হয়েছে।

ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে বলা হয়, একটি বিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ওই কিশোরীকে সেই অভিযুক্তসহ চার মাতাল যুবক তুলে নিয়ে যায়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। এ নিয়ে ওই কিশোরীর বাবা গ্রামের মাতবর এবং অন্যদের অভিযোগ দিলে সালিশ বসে। সেখানে ধর্ষককে ১০০ বার ওঠবস করতে বলা হয় এবং ৫০ হাজার রুপি জরিমানা করা হয়।

শাস্তি পাওয়ার পর সেই ধর্ষক পরের রাতেই কিশোরীর বাড়িতে যায়। তার মা-বাবাকে বেধড়ক পিটুনির পর ঘর থেকে বের করে দেয়। এরপর ওই কিশোরীকে ঘরে বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে মারা যায় ধর্ষিত মেয়েটি।

পুলিশ কর্মকর্তারা জানান, আগুন দিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তাকে ও তার সহযোগীদের আটক করতে অভিযান চলছে।

ধর্ষণ এবং হত্যার ঘটনা যেন পিছুই ছাড়ছেনা ভারতের। দেশজুড়ে বর্বরোচিত সব হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ঝাড়খণ্ডের এই ঘটনা ভারতীয় প্রশাসনকে আরও চাপের মুখে ঠেলে দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড