• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এনআরসি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই : মোদী

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৮
নরেন্দ্র মোদী
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

লোকসভার পর রাজ্যসভা থেকে সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল (এনআরসি) নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আসামের জনগণকে এমনটাই জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি সকলকে শান্ত থাকার পরামর্শও দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আপনাদের অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। আসামের জনগণের অধিকার রক্ষার্থে কেন্দ্র সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

নরেন্দ্র মোদী বলেন, ‘আমি আসামের ভাই-বোনদের আশ্বস্ত করতে চাই, পাস হওয়া এনআরসি বিল নিয়ে তাদের উদ্বেগের কিছুই নেই। আমি আশ্বস্ত করে বলছি, আপনাদের অধিকার, অনন্য পরিচয় ও সুন্দর সংস্কৃতি কেউ কখনো কেড়ে নিতে পারবে না। যা ক্রমবর্ধমানভাবে আরও বাড়তে থাকবে।’

এ দিকে অসমিয়া ভাষায় লেখা অপর এক টুইট বার্তায় মোদী বলেন, ‘কেন্দ্রীয় সরকার এবং আমি সম্পূর্ণ সংবিধান অনুযায়ী রাজ্যের জনগণের রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক ও ভূমি সংক্রান্ত অধিকারগুলোর সুরক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন :- এনআরসি ইস্যুতে উত্তাল আসামে কারফিউ জারি

অপর দিকে আসামের গুয়াহাটিতে এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। এমনকি রাজ্যের ১০টি জেলায় বুধবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সূত্র : ‘এনডিটিভি’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড