• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমালিয়ার হোটেলে জিহাদিদের হামলায় নিহত ১০

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ১২:০০
জিহাদি হামলা
হামলার শিকার হোটেল চত্বর (ছবিসূত্র : এনবিসি নিউজ)

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জিহাদিদের সশস্ত্র হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১১ জন।

পুলিশ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, হামলায় নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও আরও দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার মর্মান্তিক এ হামলায় অংশ নেওয়া পাঁচ জিহাদির সকলেই প্রাণ হারিয়েছে। সশস্ত্র জঙ্গি সংগঠন আল-শাবাব এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী সদস্যরা শহরটির এসওয়াইএল হোটেলে চালানো সন্ত্রাসীদের হামলাকে ব্যাপক সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছে। বর্তমানে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার অবসান ঘটেছে। তাছাড়া হামলার সময় হোটেলে অবস্থানকারী সরকারি কর্মকর্তাসহ ৮০ বেসামরিক নাগরিককে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :- নাইজারে সন্ত্রাসী হামলায় ৭১ সেনা নিহত

বিশ্লেষকদের মতে, আফ্রিকার এই দেশটিতে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ বহু লোক হতাহত হয়েছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড