• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের কিছু দল পাকিস্তানের সুরে কথা বলছে : মোদী

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৯, ০৯:১৬
প্রধানমন্ত্রী মোদী
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

লোকসভা এবং রাজ্যসভা থেকে সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল (এনআরসি) নিয়ে ভারতের বেশকিছু রাজনৈতিক দল প্রতিবেশী পাকিস্তানের সুরে কথা বলছে। এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (১১ ডিসেম্বর) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদীয় দলের এক বৈঠকে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের এই এনআরসি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদিও কিছু দল এরই মধ্যে পাকিস্তানের ভাষায় কথা বলতে শুরু করেছে।’

মোদী ভাষায়, ‘কেবল মাত্র ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘু লোকজনকে এই বিল স্থায়ীভাবে স্বস্তি দেবে। যা তাদের জীবনে অনন্য এক স্বাচ্ছন্দ্য বয়ে আনবে, তা অপরিমেয়।’

এর আগে গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ‘ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। যার মাধ্যমে ভারত ও পাকিস্তান মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তিগুলোও লঙ্ঘিত হয়েছে।’

যদিও বিতর্কিত এই বিলটির বিষয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতাদের বক্তব্য হলো, ‘এটি কেবল মাত্র বৈষম্যমূলক এবং সংবিধানের সমানাধিকার ও ধর্মনিরপেক্ষতার বিরোধী। তাই অবিলম্বে বিলটিকে বয়কট করা প্রয়োজন।’

আরও পড়ুন :- দিল্লির বায়ুদূষণ নিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অবাক করা বক্তব্য

বিবৃতিতে দলটি ২০১৫ সালের আগ পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পালিয়ে ভারতে আসা মুসলমানদেরকেও নাগরিকত্ব প্রদানের দাবি তুলেছে।

সূত্র : ‘আনন্দবাজার পত্রিকা’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড