• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রে সৌদি সেনাদের প্রশিক্ষণ বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৫
মেজর জেনারেল ফওয়াজ আল ফওয়াজ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা
মেজর জেনারেল ফওয়াজ আল ফওয়াজ ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা (ছবি : সিএনএন)

ফ্লোরিডা অঙ্গরাজ্যের এয়ার স্টেশন পেন্সাকোলা নৌ ঘাঁটিতে গুলি চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যার জেরে সৌদি আরবের সব সামরিক সদস্যের প্রশিক্ষণ দেওয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৌদি আরবের সব সামরিক সদস্যের প্রায়োগিক প্রশিক্ষণ বন্ধ থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ‘সিএনএন’।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) ফ্লোরিডার একটি নৌ ঘাঁটিতে সৌদি বিমানবাহিনীর একজন লেফটেন্যান্টের গুলিতে তিন মার্কিন নাবিক প্রাণ হারান। এই ঘটনার জেরে সৌদি সেনাদের প্রশিক্ষণ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে তারা।

সিএনএন জানিয়েছে, পেন্টাগনের এ ঘোষণা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিতে আসা সৌদি সামরিক সদস্যদের কার্যক্রমের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। এর ফলে ‘সেইফটি স্ট্যান্ড-ডাউন’ অবস্থায় থাকবে যুক্তরাষ্ট্রে থাকা সৌদি আরবের সামরিকবাহিনীর ৩০০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী পাইলট।

এ দিকে এই সিদ্ধান্ত সৌদির পদাতিক বাহিনীর সদস্য ও প্রশিক্ষণে থাকা অন্যান্যদের ক্ষেত্রেও কার্যকর হবে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে পাঠ্যক্রমের মতো ক্লাশরুম প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র আন্ড্রিয়ানা গেনুয়ালডি বলেছেন, সোমবার (৯ ডিসেম্বর) থেকে সৌদি বিমানবাহিনীর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এছাড়া নেভাল এয়ার স্টেশন পেন্সাকোলা, নেভাল এয়ার স্টেশন হুইটিং ফিল্ড এবং নেভাল এয়ার স্টেশন মেপোর্টেও সৌদি প্রশিক্ষণার্থীদের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড