• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের এক হতে বললেন এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৯
তুরস্ক-ইসরায়েল
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান, ছবি : দ্য জেরুজালেম পোস্ট

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের এক হওয়ার ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। সম্প্রতি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) এক বক্তৃতায় মুসলিম বিশ্বর প্রতি এই আহ্বান জানান তিনি।

জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। একই সঙ্গে ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে যেন মুসলিমরা এক হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি।

এরদোগান তার বক্তৃতায় বলেন, জেরুজালেম এবং ফিলিস্তিন পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা কোনো আইন, বিচার এবং মানবাধিকার মানে না। এ কারণে ওই অঞ্চলে মুসলিমদের সংকট আরও গভীর হচ্ছে।

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তুরস্কই সবচেয়ে বেশি সরব উল্লেখ করে এরদোগান বলেন, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আমরা কখনো পিছপা হব না। আমরা সবসময় নির্যাতিতদের পক্ষে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল এবং পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সবাই এক হয়ে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। এজন্য মুসলিমদের মধ্যে ঐক্য জরুরি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড