• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে সামরিক ঘাঁটিতে চারটি রকেট হামলা 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:২২
ইরাক
ইরাকে চারটি রকেট হামলা চালানো হয় (ছবি : আল জাজিরা)

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চারটি রকেট হামলা চালানো হয়েছে। ইতোমধ্যেই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী। খবর ‘আল জাজিরা’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই রকেট হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন ছয়জন। তারা সবাই ইরাকের সামরিক বাহিনীর সদস্য।

এক বিবৃতিতে প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে। এছাড়া উদ্ধার করেছে বেশ কয়েকটি রকেট।

তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন :- ফিলিস্তিনে বিমান হামলা চালাল ইসরায়েল

এর আগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উত্তর বাগদাদে অবস্থিত দেশটির বিমানবাহিনীর ঘাঁটি বালাদে দুটি রকেট হামলা চালানো হয়েছিল। তবে ওই হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বালাদ নামের ওই সামরিক ঘাঁটিটির অবস্থান রাজধানী বাগদাদ থেকে ৫০ মাইল দূরে। যেখানে ইরাকে নিযুক্ত মার্কিন সেনা ও ঠিকাদাররা অবস্থান করছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড