• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইমরানকে ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকি ফজলের

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ২১:২৩
পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি : সংগৃহীত

কিছুদিন নীরব থাকার পর আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতায় থাকতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন দেশটির জামিয়াত উলামা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। বুধবার এ ঘোষণা দেন তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, ইমরান খান সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন মাওলানা ফজলুর রেহমান। এক র‍্যালিতে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

মাওলানা ফজলুর রেহমান বলেন, মুদ্রাস্ফীতি পাকিস্তানের মানুষের জীবনকে অসহনীয় করে তুলছে। সরকার নতুন করে ১ কোটি কর্মক্ষেত্র সৃষ্টির ঘোষণা দিয়েছে। কিন্তু ৫০ লাখ তরুণ এখনো বেকার।

ফজল জানান, তিনি এই ‘নীতিহীন’ সরকারকে কিছুতেই ক্ষমতায় থাকতে দেবেন না। একই সঙ্গে ইমরান খান সরকার পতনের দ্বারপ্রান্তে বলেও মনে করেন তিনি।

সরকারের বিরুদ্ধে শুরু করা আন্দোলন লক্ষ্যে পৌঁছাবে উল্লেখ করে মাওলানা ফজলুর রেহমান বলেন, চিন্তা করবেন না। আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই সরকারের জাহাজ দ্রুতই ডুবে যাবে। আমরা এই সরকারকে কিছুতেই মেনে নেব না। এছাড়া আমাদের ওপর কোনো কর্তৃত্ব স্থাপন করতেও দেব না তাদের।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড