• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হামলা চালাতে সিরিয়ার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান, রাশিয়ার বাধা

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ২০:১০
সিরিয়া-ইসরায়েল-রাশিয়া
ফাইল ছবি (সংগৃহীত)

সিরিয়ার উত্তরাঞ্চলে ইসরায়েলের কয়েকটি যুদ্ধবিমানকে বাধা দিয়েছে রাশিয়ার জঙ্গিবিমান। রাশিয়ার আভিয়া ডট প্রো নামে একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।

ওই প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় টি-ফোর বিমানঘাঁটিতে হামলার জন্য ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার আকাশে প্রবেশ করে। কিন্তু সেগুলোকে বাধা দেয় রাশিয়ার বিমান। ওয়েবসাইটটি জানিয়েছে, গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুসারে, রাশিয়ার দুটি এসইউ-৩৫ জঙ্গিবিমান লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে ইসরায়েলি বিমানগুলোকে বাধা দেয়। এ কারণে হামলা চালাতে এবং সিরিয়ার আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয় তারা।

এর আগে, গোলান মালভূমিসহ সিরিয়ার ওপরে বহুবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার বেশিরভাগই সিরিয়ার সামরিক বাহিনী মোকাবেলা করেছে এবং ইসরায়েলের একটি এফ-সিক্সটিন জঙ্গিবিমানসহ অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলি হামলার প্রতিকার চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে সিরিয়া।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড