• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারী-পুরুষরা একসঙ্গেই ঢুকতে পারবেন সৌদি রেস্টুরেন্টে

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪১
সৌদি আরব
ছবি : প্রতীকী

সৌদি আরবের রেস্টুরেন্টে এখন থেকে নারী ও পুরুষরা একসঙ্গে প্রবেশ করতে পারবেন। রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মাধ্যমে আগের কঠিন নিয়ম কিছুটা শিথিল হলো।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, এই প্রথম সৌদি আরবের নারী-পুরুষরা একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশের অনুমতি পেল। আগে এই সুযোগ ছিল না। রবিবার নতুন নিয়মের ঘোষণা দেয় দেশটির প্রশাসন।

বহুকাল ধরে সৌদি আরবের সব রেস্টুরেন্টে নারী-পুরুষদের প্রবেশের জন্য আলাদা দরজা ব্যবহার করা হতো। তবে এখন আর ওই নিয়ম পালন বাধ্যতামূলক নয়। দেশটির মিনিস্ট্রি অ্যান্ড রুর‍্যাল অ্যাফেয়ার্স এই তথ্য জানায়।

প্রসঙ্গত, নিজেদের মধ্যে সম্পর্ক নেই এমন নারী-পুরুষ সৌদি আরবে জনপরিসরে মেলামেশা করতে পারতেন না। কারণ, দেশটির সামাজিক নিয়ম-নীতি বেশ কঠোর ছিল। কিন্তু সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সেখানকার নিয়ম-নীতির পরিবর্তন শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবার রেস্টুরেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হলো।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড