• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হেলমেট পরলেই মিলছে ১ কেজি পেঁয়াজ 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮
পুরস্কার হিসেবে পেঁয়াজ
হেলমেট পরিহিত ব্যক্তিকে পুরস্কার হিসেবে পেঁয়াজ দেওয়া হচ্ছে (ছবিসূত্র : কলকাতা/২৪)

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে হেলমেট পরে বাইক চালালেই পুরস্কার হিসেবে মিলছে এক কেজি পেঁয়াজ। সড়কে মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবেই এমন অভিনব পন্থা বেছে নিয়েছে স্থানীয় একটি সংগঠন।

গণমাধ্যম ‘এনডিটিভির’ খবরে বলা হয়, রবিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে শহরটির পাল্লারোডের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নামে একটি কর্মসূচি পালন করেছে পল্লীমঙ্গল সমিতি। যেখানে বাইক চালকদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য সচেতন করা হয়।

এ দিন হেলমেট পরে যারা বাইক চালাননি, তাদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট ব্যবহারের কথা বলেছে এই সমিতি। একই সঙ্গে যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন, উপহার হিসেবে তাদের সকলকে এক কেজি করে পেঁয়াজ দেওয়া হয়।

জানা গেছে, পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির অভিনব এই উদ্যোগে বাইক চালকরাও ভীষণ খুশি।

আরও পড়ুন :- বিয়ের নামে ৬২৯ পাকিস্তানি নারীকে চীনে পাচার

বর্তমানে দেশটির বেশিরভাগ স্থানের বাজারে পেঁয়াজের চড়া মূল্য বিরাজ করছে। যার মধ্যে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের বাজারে কেজি প্রতি পেঁয়াজ ২০০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড