• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রতিনিধি পরিষদে ভারত বিরোধী প্রস্তাব  

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ২০:১০
যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিনিধি পরিষদের বৈঠক (ছবি : এপি)

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার এবং গণ গ্রেফতার ও নির্যাতন বন্ধের জন্য নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পাশাপাশি সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাবও পেশ হয়েছে মার্কিন কংগ্রেসে। খবর ‘আনন্দবাজার পত্রিকা’।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট দলের আইন প্রণেতা প্রমিলা জয়পাল ও রিপাবলিকান দলের আইন প্রণেতা স্টিভ ওয়াটকিনস প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে যত তাড়াতাড়ি সম্ভব জম্মু-কাশ্মীরের ওপর জারি করা সব বিধিনিষেধ প্রত্যাহার ও ইন্টারনেট সুবিধা চালু করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া আটক করা ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আটক ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত না দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবে।

তাছাড়া এই প্রস্তাবে জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভয়হীন পরিবেশে প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে মোদী সরকার। ওই সময় সাবেক তিনজন মুখ্যমন্ত্রীসহ কাশ্মীরের বহু রাজনৈতিক নেতাকে আটক করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বেশিরভাগ এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড