• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের হংকংয়ের রাজপথে লাখো আন্দোলনকারী

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:০২
হংকং
রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীরা (ছবি : রয়টার্স)

গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে হংকংয়ের আন্দোলনকারীরা রবিবার (৮ ডিসেম্বর) থেকে ফের রাজপথে নেমেছেন। এ দিন ‘কালো পোশাক’ পরে রাজপথে নেমে আসেন লাখ লাখ বিক্ষোভকারী। খবর ‘রয়টার্স’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার সকাল থেকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে স্বীকৃত ‘হংকং ভিক্টোরিয়া পার্কে’ জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় সরকারবিরোধী স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, আমাদের এই আন্দোলন স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ স্বাধীনতার জন্য আন্দোলন করে যাব। আজ হংকং এবং আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে দাঁড়িয়ে আছে।

এক বিবৃতিতে হংকংয়ের পুলিশ কমিশনার ক্রিস ট্যাং জানিয়েছেন, আমরা কোনো সহিংসতা চাই না। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ দিকে ১১ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড