• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীন সীমান্তে ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৮
কিম জং উন
পরীক্ষা দূর থেকে দেখছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন (ছবি : কেসিএনএ)

চীনের সীমান্ত সংলগ্ন স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ চালিয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা বাতিলের একদিন পরই এই খবর জানাল দেশটি।

রবিবার (৮ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানিয়েছে, এই পরীক্ষার ফলাফল দেশটির কৌশলগত কাজে লাগবে। অদূর ভবিষ্যতে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান পরিবর্তনে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই পরীক্ষা।

এ দিকে বিশ্লেষকদের মতে, এটি হতে পারে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অথবা স্যাটেলাইট লঞ্চারের কোনো ইঞ্জিনে জ্বালানির ভূমি পরীক্ষা।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় দূত কিম সং বলেছেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো দীর্ঘমেয়াদি আলোচনার প্রয়োজন নেই।

২০১৮ সালের জুন থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তিনবার বৈঠকে বসেছেন। কিন্তু পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। বরং একাধিকবার বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন এই দুই নেতা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড