• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:২৯
সের্গেই ল্যাভরভ
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ (ছবি : এপি)

ইউরোপের দেশগুলোতে যদি যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেবে রাশিয়া। শনিবার (৭ ডিসেম্বর) ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত এক সম্মেলনে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর ‘দ্য মস্কো টাইমস’।

সম্মেলনে সের্গেই ল্যাভরভ বলেন, ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যাপারে যদি যুক্তরাষ্ট্র বাস্তবিকই কোনো পদক্ষেপ নেয়, তবে রাশিয়াও পাল্টা জবাব দেবে। মার্কিনিদের সবধরনের অনৈতিক কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্য রুশ সেনারা প্রস্তুত।

এরপর তিনি যোগ করেন, ‘এ ক্ষেত্রে আমরা আগেভাগে কিছু করব না। মার্কিনিদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করে তবেই জবাব দেওয়ার মতো উদ্যোগ গ্রহণ করব।’

চলতি বছরের প্রথম দিকে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই চুক্তিতে ৫০০ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার সবধরনের ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড