• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জনসনের ব্রেক্সিট চুক্তি সংক্রান্ত নথি ফাঁস করলেন করবিন

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩
জেরেমি করবিন
লেবার পার্টির নেতা জেরেমি করবিন (ছবি : এএফপি)

কনজারভেটিভদের ‘নর্দার্ন আয়ারল্যান্ড ও কাস্টমস তল্লাশি’ পরিকল্পনা বিষয়ক একটি নথি ফাঁস করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। স্থানীয় সময় শক্রবার (৬ ডিসেম্বর) সেন্ট্রাল লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই নথি প্রকাশ করেন তিনি। খবর ‘এএফপি’।

এ সময় জেরেমি করবিন অভিযোগ করেন যে, ব্রেক্সিট চুক্তি নিয়ে কনজারভেটিভ নেতা প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে ভুলপথে পরিচালিত করছেন। আর সেটা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে।

‘নর্দার্ন আয়ারল্যান্ড প্রটোকল : যুক্তরাজ্যের অভ্যন্তরীণ বাজারে অবাধ প্রবেশ’ শীর্ষক নথিটি ফাঁস করার পর করবিন বলেন, ‘নর্দার্ন আয়ারল্যান্ডের বিষয়টি পুরোটাই গোপন করা হয়েছে। আমাদের হাতে যে প্রমাণ আছে সেটা অনুযায়ী, কনজারভেটিভ দলের ব্রেক্সিট পরিকল্পনা মন্ত্রিসভায় পাস হলে দেশের বিশাল অংশের ভয়াবহ অবস্থা হবে।’

এরপর তিনি যোগ করেন, ‘ব্রেক্সিট ইস্যুতে বরিস জনসন নর্দার্ন আয়ারল্যান্ডকে ঘিরে যেসব পরিকল্পনা গ্রহণ করেছেন সেগুলো কার্যকর হলে পণ্যের মূল্য রাতারাতি বেড়ে যাবে। এর প্রভাব পড়বে বাণিজ্যের ক্ষেত্রে। ক্ষতিগ্রস্ত হবেন আমাদের দেশের ব্যবসায়ী ও সাধারণ জনগণ।’

এ দিকে নথি ফাঁসের প্রতিক্রিয়ায় বরিস জনসন সাংবাদিকদের বলেন, ‘এমন কোনো নথির কথা আমি জানি না। কিন্তু আমি বলব, যুক্তরাজ্যের জনগণের জন্য ক্ষতি হবে এমন কোনো চুক্তির পরিকল্পনা আমি করিনি।’

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড