• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করছে সুদান

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:১৫
ইয়েমেন
ইয়েমেনের হুদাইদা বন্দরে মোতায়েন করা সুদানের সেনা সদস্য (ছবি : পার্সটুডে)

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে নিজ দেশের সেনাদের ফিরিয়ে নিতে চান সুদানের নতুন প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক। শনিবার (৭ ডিসেম্বর) মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আব্দুল্লাহ হামদুক বলেন, ইয়েমেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। এ ক্ষেত্রে বিশ্বের কোনো দেশই সামরিক সমাধান দিতে পারবে না। তবে আমি বিশ্বাস করি যে, ইয়েমেন ইস্যুতে রাজনৈতিক সমাধানের পক্ষে আমার দেশের ভূমিকা থাকা উচিত। আমরা ইতোমধ্যেই এ ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত সেই পরিকল্পনারই অংশ।

এরপর তিনি বেশ জোর দিয়েই বলেন, ইয়েমেন সংকট অবশ্যই রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। আর এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে আমার দেশ।

প্রসঙ্গত, ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে যে কয়টি আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে সেগুলোর মধ্যে সুদান অন্যতম। ২০১৬-১৭ সালে ইয়েমেনে ৪০ হাজার সেনা মোতায়েন করে সুদান।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড