• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পুতিনকে এড়িয়ে চলুন’

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৫০
ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ছবি : এপি)

ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করতে নিষেধ করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেংকো। কথাটি তিনি বলেছেন ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনোস্কিকে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক না করার জন্যও নিজ দেশের বর্তমান প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন পোরোশেংকো।

শনিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম ‘ইউক্রেনস্কা প্রভদাতে’ একটি সম্পাদকীয় লেখেন পোরোশেংকো। সেখানে বর্তমান প্রেসিডেন্টের উদ্দেশে তিনি লেখেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করবেন না। পুতিন নিজের স্বার্থের জন্য সবকিছুতে হস্তক্ষেপ করেন। ইউক্রেন এবং ইউক্রেনবাসীকে ঘৃণা করেন তিনি।

জেলেনোস্কিকে পরামর্শ দিয়ে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট আরও লিখেছেন, পুতিনকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। তার সঙ্গে বৈঠক না করলেই ভালো।

উল্লেখ্য, আর ৩ দিন পরেই ফ্রান্সের প্যারিসে একটি বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন ও জেলেনোস্কি। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন তারা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড