• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:১২
ইরাক-যুক্তরাষ্ট্র
ইরাকের বালাদ বিমান ঘাঁটি, ছবি : প্রেসটিভি

আবারও ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এবার বালাদ বিমান ঘাঁটিতে এই হামলা হয়। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এর আগে মঙ্গলবার আইন আল আসাদ নামের মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছিল।

ইরাকি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এ সময় দুটি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে।

ইরাকের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বাগদাদের উত্তরে ৮০ কিলোমিটার দূরে বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ইরাকে অবস্থিত আইন আল আসাদ নামের মার্কিন ঘাঁটিতে ৫টি রকেট হামলা চালানো হয়। ওই হামলায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আইএসের বিরুদ্ধে যুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তার জন্য ইরাকে বর্তমানে ৫ হাজারেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছে। এরা মূলত ইরাকের সরকারি বাহিনীকে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড