• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেদের দুর্বলতা ঢাকতেই ইরানের বিরুদ্ধে অভিযোগ ৩ দেশের : জারিফ

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৩১
ইরান-যুক্তরাজ্য
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ, ছবি : সংগৃহীত

নিজেদের দুর্বলতা ঢাকতেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র থাকার অভিযোগ তুলেছে ইউরোপের তিন শক্তিশালী দেশ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এই মন্তব্য করেন।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলায় ইউরোপীয় ৩ দেশের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। তিনি বলেন, নিজেদের দুর্বলতা ঢাকতেই ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা।

প্রসঙ্গত, বুধবার যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির দূতরা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠান। সেখানে তারা উল্লেখ করেন- পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান এবং তাদের এ কার্যক্রম এখনো চলছে। তেহরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র কার্যক্রম জাতিসংঘের বিধি-বিরোধী।

ইউরোপের শক্তিশালী তিন দেশের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বার বার দাবি করে আসছে, তাদের কাছে কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নেই। এমনকি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এমন কোনো ক্ষেপণাস্ত্রও তৈরি করা হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম সম্পূর্ণই নিজেদের প্রতিরক্ষার জন্য।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড