• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ১২:৩৪
দাবানল
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল (ছবিসূত্র : বিবিসি নিউজ)

ভয়াবহ দাবানলে ক্রমশ বিপর্যস্ত হয়ে উঠেছে অস্ট্রেলিয়ায় জনজীবন। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যকে অতিক্রম করে এবার সিডনি শহরেও ছড়িয়ে পড়েছে এর তাণ্ডব। দাবানল ব্যাপকভাবে বাড়তে থাকায় অনেক বাসিন্দাই বলছেন, এখন আর সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে শহরটির তিন স্থানে দাবানল বিপজ্জনক হয়ে উঠ। যার অংশ হিসেবে সিডনির ইয়াংগু ন্যাশনাল পার্ক পুড়ে ছাই হয়ে গেছে। আগুন ক্রমশ দেশটির পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ভয়াবহ এই তাণ্ডবে এরই মধ্যে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবার গসপার্স মাউন্টেনে আগুন বিপজ্জনক অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দাদের দ্রুত অঞ্চলটি থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস)। কেননা সেখানকার প্রায় ২ লাখ ৩০ হাজার হেক্টর জমি এরই মধ্যে আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন :- মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবিতে ৫৮ শরণার্থীর প্রাণহানি

তাছাড়া বড় ধরনের আরও একটি দাবানল সিডনির নিকটবর্তী শহরগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত থেকে দাবানলের সূত্রপাত হয়। ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক এলাকার ইতোমধ্যে ৩০ হেক্টরের অধিক জমিকে দাবানল গ্রাস করেছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড