• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরীহ বিক্ষোভকারীদের মুক্তি দিতে হবে : রুহানি

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১
হাসান রুহানি
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবিসূত্র : তেহরান টাইমস)

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতন্ত্র ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এরই মধ্যে বিক্ষোভের সময় আটক নিরীহ ও নিরস্ত্র আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেছেন, ‘আমাদের সর্বপ্রথম ধর্মীয় ও ইসলামী অনুকম্পা দেখাতে হবে। দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে যারা নিরীহ ও নিরস্ত্র ছিলেন এবার তাদেরও মুক্তি দিতে হবে।’ বুধবার (৪ ডিসেম্বর) রাজধানী তেহরানে আয়োজিত এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রুহানি এই আহ্বান জানান।

এ দিকে বিক্ষোভ চলাকালে আন্দোলনরতদের গুলি চালিয়ে হত্যার কথা স্বীকার করেছে তেহরান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবারের মতো বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও প্রতিবেদনটিতে বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ বলেই আখ্যায়িত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভে দাঙ্গাবাজদের ওপর গুলি চালানো হয়েছে। এতে কিছু সংখ্যক প্রাণহানির ঘটনাও ঘটেছে। যদিও প্রশাসনের এই পদক্ষেপটি মূলত জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই নেওয়া হয়েছিল।

অপর দিকে এবারের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত ২ ডিসেম্বর এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশটিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে এরই মধ্যে ২০৮ জন নিহত হয়েছেন। ‘উদ্বেগজনক’ এই মৃত্যুর সংখ্যাটি বিশ্বাসযোগ্য প্রতিবেদনের ভিত্তিতে পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি হবে।

যদিও দেশব্যাপী শুরু হওয়া আন্দোলনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রকে এরই মধ্যে জড়িত বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আরও পড়ুন :- অবশেষে বিক্ষোভকারীদের গুলি চালিয়ে হত্যার স্বীকারোক্তি ইরানের

তিনি বলেন, ‘এবারের ইরানবিরোধী ষড়যন্ত্র ছিল খুবই বিপজ্জনক ও পরিকল্পিত। যদিও আমরা আরও একবার যুক্তরাষ্ট্রের বড় ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছি।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড