• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ১৭

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ২১:০৬
ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি (ছবি : দ্য ওয়াচার্স)

এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কামুরি’। এতে এখন পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বুধবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ‘রয়টার্স’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিলিপাইনে ক্যাটাগরি-৪ মাত্রার টাইফুন কামুরির আঘাতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। ঘরছাড়া হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। এই মুহূর্তে পুনর্বাসন কেন্দ্রে অবস্থান করছেন তারা।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুজন দ্বীপের বিকল অঞ্চলেই পাঁচজন নিহত হয়েছেন। লুজনের অন্য অংশে নিহত হয়েছেন ১১ জন। আর ভিসায়াস দ্বীপে একজন নিহত হয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, শুধু বিকল এবং তাগালগ অঞ্চলেই কৃষিখাতে অন্তত আটশ মিলিয়ন পেসস (ফিলিপাইনের মুদ্রা) সমমূল্যের ক্ষতি হয়েছে, যা প্রায় ১৫ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে ফিলিফাইনের লুজন দ্বীপে আঘাত হানে ঘূর্ণিঝড় কামুরি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড