• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশুদের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সাহায্যের আহ্বান ইউনিসেফের

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ২০:২৬
শিশু
শিশু (ছবি : সংগৃহীত)

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের জীবন রক্ষায় সবচেয়ে বড় সহায়তার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তারা জানায়, বিশ্বের ৬৪টি দেশের ৫ কোটি ৯০ লাখ শিশুর জন্য ৪২০ কোটি মার্কিন ডলার সহায়তা প্রয়োজন। খবর 'এপি'।

এ বিষয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, ‘বিশ্বজুড়ে আমরা এখন অনেক বেশি শিশুকে অসহায় অবস্থায় দেখছি। দুর্যোগ ও সহিংসতার কারণে তারা এই পরিস্থিতিতে পড়েছে। বৈরি আবহাওয়ার কারণেও ঘর ছাড়তে বাধ্য হচ্ছে লাখ লাখ শিশু। বাস্তুহারা এসব শিশুদের জন্য এখন জরুরি ভিত্তিতে নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করা প্রয়োজন।’

হেনরিটা ফোর আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা বিশ্বের প্রতিটি দেশেই শিশুদের জন্য কাজ করছি। এজন্য প্রচুর অর্থ প্রয়োজন। আশা করছি, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।’

২০২০ সালে দুর্যোগ ও সহিংসতাপূর্ণ এলাকার শিশুদের পানি, পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইউনিসেফের ‘শিশুদের জন্য মানবিক পদক্ষেপ’ প্রকল্প। এর মধ্যে শরণার্থীদের আশ্রয় দেওয়া মিশর, জর্ডান, লেবানন, তুরস্ক, ইরাক, ইয়েমেন, কঙ্গো ও দক্ষিণ সুদানে সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড